প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তৃতীয় বিয়ে করছেন রাখি, কে এই ডোডি খান

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ণ
তৃতীয় বিয়ে করছেন রাখি, কে এই ডোডি খান

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি ইনস্টাগ্রামে তার প্রেম জীবনের নতুন নায়কের সন্ধান জানিয়েছেন, পাকিস্তানি অভিনেতা ডোডি খানকে বিয়ের খবর শেয়ার করেছেন তিনি। ৪৬ বছর বয়সি রাখি জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বউ হতে চলেছেন রাখি। কিন্তু জানেন কি, কে এই ডোডি খান?

এর আগে বিয়ের বিষয়ে বেশ বিতর্ক জড়িয়েছেন রাখি। তার প্রতিটি বিয়ে নিয়ে রয়েছে নানা বিতর্ক। এবারেও কি তেমনটাই হবে, আশা অনুরাগীদের। যদিও রাখি নিশ্চিত করেছেন, তিনি এবং ডোডি নাকি একে-অপরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন প্রেমে। শীঘ্রই বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন তারা। রাখি বলেন, ‘সে আমার ভালোবাসা। আমরা পরস্পরকে ভালোবাসি। সে পাকিস্তানের, আমি ভারতের, তাই আমাদের বিয়েটা হচ্ছে প্রেম করে।’

এর আগে সাবেক স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ তুলেছিলেন তিনি। রাখি জানিয়েছিলেন, ‘আদিল আমার বিয়ের খবরে হিংসে করছে। তাই আমার নামে ভুলভাল কথা বলে বেড়াচ্ছে। আমি ওই মূর্খটাকে কোনো পাবলিসিটি দিতে চাই না’

রাখি ও আদিলের ডিভোর্স হয়েছিল ২০২৩ সালে। আর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, গার্হস্থ্য হিংসে, আর্থিক তছরুপের নানা অভিযোগ এনেছিল। এরপর রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে পাঁচ মাস কারাগারের ভিতরেও কাটাতে হয়। আদিলের আগে রাখি ২০১৯ সালে ব্যবসায়ী রীতেশ সিংয়ের সঙ্গে তার বিয়ে হওয়ার দাবি জানিয়েছিলেন, ২০২২ সালে বিচ্ছেদ হয়ে যায়। এবার বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি যুবক ডোডি খানকে।

Manual4 Ad Code

কে এই ডোডি খান?

পাকিস্তানের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে ডোডি খান। তবে মূলত তিনি পরিচিত অভিনেতা-প্রযোজক হিসেবে। সঙ্গে নিজেকে ‘ফিটনেস ফ্রিক’ হিসেবেও বর্ণনা করেন। ৫ আগস্ট তার জন্মদিন ছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০২ সালে সোফিয়া নামের এক নারীকে বিয়ে করেন ডোডি। সেখানে তাশু নামের একটি ছেলে রয়েছে তার। তাদের তালাক হয়েছে কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি।

Manual7 Ad Code

ডোডির প্রিয় অভিনেতার তালিকায় আছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত এবং সালমান খান।

Manual3 Ad Code

জানা যায়, রাখি আর ডোডি দুজনেই ঠিক করেছেন পাকিস্তানেই হবে তাদের বিয়ে। ইসলামের রীতিনীতি মেনেই বিয়েটা করবেন দুজনে। খ্রিস্টান রাখি, আদিলকে বিয়ে করার পর, মুসলিম হবেন। তবে রাখি ও ডোডির রিসেপশন পার্টি দেওয়া হবে ভারতে।

২৭ জানুয়ারি পোস্ট করা একটি ইনস্টাগ্রাম পোস্টে, ডোডিকে দেখা যায়, রাখির কাছে প্রশ্ন রাখছেন ‘রাখিজি বলুন বরযাত্রী নিয়ে ভারতে আসব, নাকি দুবাইতে?’ এমনকী আই লাই ইউ বলতেও শোনা যায় ডোডিকে।

Manual3 Ad Code

এই দম্পতি বিয়ের পর সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসে হানিমুনের পরিকল্পনা করছেন এবং দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন তারা। এবার রাখির বিয়ে বা প্রেম কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার অপেক্ষাই অনুরাগীরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code