বিনোদন ডেস্ক:
মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্ট। এ উপলক্ষ্যে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। যেখানে এই অ্যানাউন্সমেন্ট পেতেই জড়ো হয়েছিলেন সবাই। এদিন নিজের ছেলের প্রথম পরিচালনায় প্রথম সিরিজের শিরোনাম উন্মোচন করেন বলিউড বাদশা শাহরুখ খান।
শাহরুখ-পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছিল। এদিন কিং খান নিজে ছেলে আরিয়ানের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
তবে পর্দায় নয়, পর্দার পেছনে দেখা যাবে এই বাদশাহপুত্রকে। পরিচালক হিসেবে বলিউডে নাম লেখালেন আরিয়ান।
এদিকে ছেলের অভিষেক ঘিরে বেশ উত্তেজিত শাহরুখ খান। শুধু পরিচালক হিসেবে নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান। চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান পরিচালিত ‘দ্য বাডস অব বলিউড’ সিরিজ। এটি প্রযোজনা করেছে শাহরুখের রেডচিলি এন্টারটেনমেন্ট। এই সিরিজটি সহ-পরিচালক হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।
ছেলের এই সিরিজ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি। পর্বগুলো দারুণ মজার। আর কোনো কিছু যখন মজার হয়, আমার তখন উপভোগ্য লাগে।আসলে লজ্জার কথা কী বলব, আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে এটা দিয়েছি। যাহ, এখন তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।’
এদিন বলিউড সুপারস্টার আরও বলেছেন, ‘এই শোর জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। হিন্দি সিনেমা, কলেজ, হোস্টেল থেকে যা কিছু ও শিখেছে, তার সব মিলিয়ে মিশিয়ে এই শোটা বানিয়েছে। মুম্বাই শহরে মানুষ যখন প্রথম আসে, তখন তার সঙ্গে কী কী ঘটে, তা এই সিরিজে দেখানো হয়েছে।’
এছাড়া শাহরুখ খান উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ হয়ে অনুরোধের সুরে বলেন, ‘আমার শুধু একটা প্রার্থনা, অনুরোধ আর প্রত্যাশা, আমার ছেলে পরিচালনার জগতে প্রথম পা রাখতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার পথে, এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ যদি ওদের দেয়, তাহলেও অনেক বেশি। অনুগ্রহ করে আমার সন্তানদের ভালোবাসা দেবেন।’
আরিয়ান পরিচালিত এই মজার সিরিজে শাহরুখকে প্রযোজক হিসেবে দেখা যাবে কি না, সঞ্চালক মনীশ পাল জানতে চাইলে সুপারস্টার বাদশাহি আন্দাজে বলেন, ‘ভাই রে, আমি নামমাত্র প্রযোজক। আমি প্রযোজক, পরিচালক, লেখক নই। আমি শুধু এক তারকা।’
‘দ্য বাডস অব বলিউড’-এ যারা অভিনয় করেছেন, শাহরুখ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিং খান বলেন, ‘আমি শুধু আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই সিরিজে অভিনয় করেছেন। তারা প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আমি তাদের এই সিরিজে কাজ করার কথা বলিনি। আরিয়ানের প্রতি ভালোবাসার টানে তাঁরা এই সিরিজে অভিনয় করেছেন।’
এদিকে অনুষ্ঠানে দেখানো সিরিজটির টিজারে দেখা যায়, আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করছেন। আর বাবার অভিনয় কিছুতেই মনঃপূত হচ্ছে না ছেলের। তাই বারবার আরিয়ান ‘কাট’ ‘কাট’ বলে যাচ্ছেন। এ দেখে সাংবাদিক, দর্শকের হাসি থামে না!
‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনের এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স। কে ছিলেন না এ অনুষ্ঠানে—জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন, কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ অহলাওয়াত, ভেঙ্কটেশ, রানা দজ্ঞুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, বাণী কাপুর, শেফালি শাহ, দিব্যেন্দু, ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী, পুলকিত সম্রাট, কীর্তি সুরেশ, খুশি কাপুরসহ আরও তারকার আগমনে এই রাত হয়ে উঠেছিল বিশেষ।
Sharing is caring!