প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স, কোনটি বেছে নেবেন প্রভা?

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স, কোনটি বেছে নেবেন প্রভা?

Manual6 Ad Code

 

বিনোদন ডেস্ক:

পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। যে কারণে শোবিজের চাকচিক্য থেকে খানিকটা দূরেই ছিলেন অভিনেত্রী। তবে ইদানীং বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।

গত শনিবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন প্রভা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন নিজের অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে।

কাজের কথা ছাড়াও ব্যক্তিগত কথা নিয়েও আলোচনা করেন প্রভা। এদিকে আসছে ভালোবাসা দিবস। বছরে বিশেষ এই দিনটি উপলক্ষ্যে আর সাধারণদের মতো নানান পরিকল্পনা থাকে তারকাদেরও। যা নিয়ে অনুরাগীদের আগ্রহ একেবারে কম না! তাই তো, ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী।

Manual3 Ad Code

 

ব্যক্তিগত জীবন নিয়ে প্রভা বলেন, ‘নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি- এসব। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, খুব এক্সাইটমেন্ট কাজ করত। যেমন কোথাও গেলে বা সকাল বেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।’

 

কথা প্রসঙ্গে ভালোবাসাকে সংজ্ঞায়িতও করলেন প্রভা। বললেন, ‘ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসব, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।’

ভালোবাসা দিবস পালন করেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি যেটা করেছে, ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) আর ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা বেছে নেবেন!’

Manual5 Ad Code

কিন্তু কোনটা বেছে নেবেন ফাল্গুন না ভ্যালেন্টাইন্স- সে প্রশ্নের জবাবে প্রভা বললেন, ‘আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।’

Manual6 Ad Code

বলে রাখা ভালো, সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হয় ভালোবাসা দিবস। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি যেটি বাংলা পঞ্জিকায় ১লা ফাল্গুন। তবে আগে এমনটি ছিল না। তখন বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code