প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ণ
আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি: কুসুম শিকদার

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় ‘শরতের জবা’ খ্যাত অভিনেত্রী কুসুম শিকদার তার অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় সিক্ত হন। আর অভিনেত্রীও ভক্তদের সঙ্গে একটা মেইলবন্ধন তৈরি করেছেন। সবসময় সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের নতুন কোনো সংবাদ পৌঁছে দিতেও অপেক্ষা করেন না। সম্প্রতি অভিনেত্রী এবারও ভক্ত-অনুরাগীদের সুখরব দিলেন।

Manual5 Ad Code

‘শরতের জবা’ খ্যাত কুসুম শিকদার প্রেম-বিয়ে সামনে আলোচনায় আনতে চান না। তবে তিনি সুগার মাম্মি হতে চান বলে জানিয়েছেন। সুগার ড্যাডি আছে কিনা— এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, সুগার ড্যাডি থাকতে হবে কেন? আমি নিজেই তো সুগার মাম্মি হতে পারি।

তিনি বলেন, আমার সুগার সন থাকতে পারে। কিসের সুগার ড্যাডি আমার ওই বয়স পার হয়ে গেছে। টাকাপয়সা, ব্যাংক-ব্যালেন্স থেকে ও মন থাকতে হবে আগে।

অভিনেত্রী নিজেও জানতে চান— সুগার মাম্মি কি? এ বিষয়ে তথাকথিত সুগার মাম্মি বলতে আমরা বুঝি— একজন বয়োজ্যেষ্ঠ নারী থাকবে তুলনামূলক ছোট কোনো ছেলের ভরণপোষণ আর দেখাশোনা করবেন; ফিন্যান্সিয়াল সাপোর্ট দেবেন তার বিনিময় ভালোবাসা পাবেন।

Manual7 Ad Code

এর আগে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন কুসুম শিকদার। কাজের বাইরে তার কী নিয়ে ব্যস্ততা জানান অভিনেত্রী। প্রেমের জন্য ডেট করতে যান কিনা— এমন প্রশ্নের উত্তর কুসুম শিকদার মজার ছলেই দিয়েছিলেন, হ্যাঁ যাই। দেশে ও দেশের বাইরে সব জায়গায়ই যাই। শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়, না থাকলে ক্রিয়েটিভিটি আসে না বলে জানান ‘শরতের জবা’খ্যাত অভনেত্রী।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code