প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে লিফলেট বিতরণকালে আ.লীগ নেতাকে পি টু নি দিয়ে পুলিশে সোপর্দ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
হবিগঞ্জে লিফলেট বিতরণকালে আ.লীগ নেতাকে পি টু নি দিয়ে পুলিশে সোপর্দ

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ কোর্টের সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিঠিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র-জনতা।

Manual8 Ad Code

এডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ সদর উপজেলার উচাইল শান্তিসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে। বর্তমান সে শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। শামীম হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করেন।

জানা যায়, শনিবার সন্ধ্যায় এডভোকেট শামীম আহমেদের নেতৃত্বে পুরাণমুন্সেফি, উত্তর শ্যামলীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এর কয়েক ঘন্টাপর লিফলেট বিতরণের ছবি ও ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এডভোকেট শামীম আহমেদসহ কয়েকজন লিফলেট বিতরন করছেন। রাত ১০ টার দিকে তাকে শহরের আরডি হল এলাকায় তাকে আটক করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র জনতা। পরে তাকে পিঠিয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করেন।

Manual2 Ad Code

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘লিফলেট বিতরণের অভিযোগে জনতা তাকে আট করে পুলিশ সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কি-না দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে’।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code