প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

Manual2 Ad Code

আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে চীনা কিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১০৪ শতাংশ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, বুধবার থেকেই চীনের ওপর ‘চমকপ্রদ’ এ শুল্ক কার্যকর হবে।

Manual5 Ad Code

এর আগে চীন এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল। নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘ভুলের ওপর ভুল’ হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল।

Manual7 Ad Code

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এরআগে বাজার ইতিবাচক ছিল।

গত ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ফেনটানিল নামের একটি মাদকের প্রবেশ ঠেকাতে এই শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। এরপর এটি বাড়াতে বাড়াতে ১০৪ শতাংশ করেছেন তিনি। সিএনএন জানিয়েছে, গড়ে এখন চীনকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে প্রায় ১২০ শতাংশ শুল্ক দিতে হবে।

Manual2 Ad Code

গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক দেশ ছিল চীন। দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছিল ৪৩৯ বিলিয়ন ডলারের পণ্য। অপরদিকে চীনে তারা রপ্তানি করেছিল ১৪৪ বিলিয়ন ডলারের পণ্য। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য যুদ্ধের কারণে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে অনেক মানুষ চাকরি হারাতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code