প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইরান-ইসরায়েল উত্তেজনা: মোদিকে ফোন করলেন নেতানিয়াহু

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ণ
ইরান-ইসরায়েল উত্তেজনা: মোদিকে ফোন করলেন নেতানিয়াহু

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার খবরে ‘উদ্বিগ্ন’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

Manual5 Ad Code

শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ইসরাইল বলেছে, ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তুতে রয়েছে।

Manual4 Ad Code

জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান।
সূত্র: এনডিটিভি

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code