প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

থাই ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ণ
থাই ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিতর্কিত সীমান্তে ফের অতর্কিতে গোলাগুলি হয়েছে। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই এক সেনা পা হারানোর একদিন পর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হলো। সর্বশেষ এই গোলাগুলির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়লো।

Manual8 Ad Code

বৃহস্পতিবার থাইল্যান্ডের সেনারা অভিযোগ করেছে যে প্রাচীনতম টা মুয়েন থম টেম্পলের কাছে থাই সেনাঘাঁটিতে ক্যাম্বোডিয়ান সেনারা গুলি ছুড়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্যাম্বোডিয়া টেম্পলের সামনে ড্রোন মোতায়েন করেছে।

Manual7 Ad Code

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, থাই অপারেশনাল ঘাঁটির সামনে ছয়জন সশস্ত্র ক্যাম্বোডিয়ান সেনাকেও দেখা গেছে। তাদের সঙ্গে ছিল আরপিজিস।

Manual8 Ad Code

তবে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে, থাই সেনাদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের পর আমাদের সেনারা আত্মরক্ষায় কাজ করেছিল।

থাই সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে অন্তত তিনজন থাই বেসামরিক আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থাই সেনা জানিয়েছে, ক্যাম্বোডিয়ান বাহিনী বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Manual2 Ad Code

থাইল্যান্ডথাই সেনাবাহিনীর পক্ষ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে
দেশটির বাহিনীর দাবি করেছে, দেশের উত্তর-পূর্বে কাপ চোয়েং জেলায় বাসিন্দাদের লক্ষ্য করে দুইটি বিএম-২১ রকেট আঘাত হেনেছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে ছয়টি এফ-১৬ ফাইটার জেট মোতায়েন করেছে। তবে ক্যাম্বোডিয়ার পক্ষ থেকে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে জানানো হয়নি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code