প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফের বাগদান সারলেন দুবাই রাজকুমারী, আংটির দাম কত জানেন?

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ
ফের বাগদান সারলেন দুবাই রাজকুমারী, আংটির দাম কত জানেন?

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
আনুষ্ঠানিকভাবে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সেরেছেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা। গত ২৯ আগস্ট ইন্সটাগ্রামে এক যৌথ পোস্টে এ ঘোষণা দেন তারা। যদিও পোস্টে মাহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটিই সবার নজর কাড়ছে।

Manual2 Ad Code

ছবিতে দেখা গেছে, মন্টানা মাহরার হাত ধরে আছেন আর আংটিতে জ্বলজ্বল করছে পান্না-আকৃতির হীরা। আংটিটি তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলার। ১১ দশমিক ৫৩ ক্যারেটের এই এমেরাল্ড কাট হীরার আংটি চারপাশে ছোট ছোট হীরা জড়িয়ে বসানো হয়েছে। আংটিটির বাজারমূল্য আনুমানিক ১১ লাখ মার্কিন ডলার।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়। সেখানে মন্টানা র্যাম্পেও হাঁটেন।

Manual3 Ad Code

তাদের প্রতিনিধি জানিয়েছেন, এই দম্পতি এখনও বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেননি। তবে ভবিষ্যৎ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code