প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় আসছে ৪৩ দেশ!

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় আসছে ৪৩ দেশ!

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

প্রজন্ম ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভ্রমণে এশিয়ার ১০ দেশসহ মোট ৪৩টি দেশের নাগরিকদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে কঠোর হতে পারে।

শনিবার (১৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি ‘লাল’ তালিকা প্রস্তাব করেছেন। এই তালিকায় থাকা ১১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। এই দেশগুলো হলো- আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, এই তালিকা মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েক সপ্তাহ আগে তৈরি করেছে। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগে এতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

Manual1 Ad Code

মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিভিন্ন দূতাবাস, আঞ্চলিক দপ্তর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খসড়া তালিকাটি পর্যালোচনা করছেন।

এ ছাড়া একটি ‘কমলা’ তালিকাও আছে। এই তালিকায় থাকা ১০টি দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এ ক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসা পাবেন না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমিনিস্তান।

Manual7 Ad Code

ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেই একটি নির্বাহী আদেশ জারি করেন। সেই আদেশে তিনি ৬০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা প্রয়োজন বা সীমিত করা প্রয়োজন তা চিহ্নিত করতে বলেন। সে অনুযায়ী আগামী সপ্তাহেই জমা দিতে হবে এই প্রতিবেদন।

তবে, এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন কিন্তু এখনো ভ্রমণ করেননি, তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কি না, তা জানা যায়নি।

Manual2 Ad Code

একইভাবে, প্রশাসন বর্তমান গ্রিন কার্ডধারীদের এই নিষেধাজ্ঞার আওতায় রাখবে কি না, তাও স্পষ্ট নয়।

প্রস্তাবে একটি খসড়া ‘হলুদ’ তালিকাও অন্তর্ভুক্ত আছে, যেখানে ২২টি দেশকে ৬০ দিনের মধ্যে প্রাপ্ত তথ্যগত ঘাটতি দূর করার জন্য বলা হয়েছে। যদি তারা তা না করতে পারে, তবে তারা অন্য কোনো তালিকায় স্থানান্তরিত হতে পারে।

এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো- অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারমুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code