প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পবিত্র শবেবরাত ১৪ ফেব্রুয়ারি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ণ
পবিত্র শবেবরাত ১৪ ফেব্রুয়ারি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে পবিত্র শাবান মাস গণনা। সে হিসাবে ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

‘শবেবরাত’ শব্দ দুটি ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ মানে রাত, ‘বরাত’ মানে মুক্তি। অর্থাৎ শবেবরাত অর্থ মুক্তির রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

Manual8 Ad Code

পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। তাই শবেবরাত থেকেই আসন্ন পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। আরবি দিনপঞ্জিকা অনুসারে, শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। পবিত্র এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামিক ফাউন্ডেশন। রাতটি উপলক্ষ্যে পরদিন সরকারি ছুটি থাকে। এবার ১৫ ফেব্রুয়ারি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code