প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করলেন দীনেশ

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
সিলেটে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করলেন দীনেশ

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
সিলেট-ঢাকা ও চট্রগ্রাম রেল রুটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন দীনেশ চন্দ্র সরকার (৭৫) নামে ফার্মেসি ব্যবসায়ী।

Manual2 Ad Code

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

নিহতের বাড়ি মৌলভীবাজার পৌরসভার বারৈকোনা বড়হাট এলাকার মৃত যুগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি সদর উপজেলার কাগাবালা বাজারে ফার্মেসী দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ দুপুর ১ টার দিকে চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসেন। মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল জিআরপি থানার উপ-পরিদর্শক মো .কামাল আহমদ বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ঋণে জর্জরিত ছিলেন। তাই তিনি সম্পূর্ণ সুস্থ থাকলেও ঋণের চাপে প্রচণ্ড মানসিক অশান্তিতে ভুগছিলেন। আর এই কারণে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে।
পরিবারে সাথে কথা বলে আরো বিস্তারিত জানতে পারবো বলে তিনি জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code