প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে এনে মেয়ের সম্ভ্রমহানি, খবর শুনে মা রা গেলেন বাবা

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
সিলেটে এনে মেয়ের সম্ভ্রমহানি, খবর শুনে মা রা গেলেন বাবা

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের এক কিশোরীকে অপহরণের পর সিলেটে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করেছেন।

আটক দুজন হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লা জেলার জয়নাল মিয়া (৫৮)।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক কিশোরীকে (১৭) প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় ধর্ষকরা। সেখানে মুস্তফা ও জয়নালসহ চার-পাঁচজন তাকে টানা ৩ দিন নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। পরে চক্রটি তাকে নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে কৌশলে পালিয়ে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

Manual4 Ad Code

এ এ ঘটনার ধকল সইতে পেরে পরদিন রাত ৯টায় কিশোরীর বাবা হার্ট অ্যাটাকে মারা যান।

Manual6 Ad Code

নির্যাতিত তরুণীর মামা বলেন- ‌‘মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয় আমার ভাগনিকে। দোষীদের সঠিক বিচার দাবি করছি।

Manual2 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন- এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code