প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডেভিল হান্ট : মৌলভীবাজারে গ্রেফতার অর্ধশত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
ডেভিল হান্ট : মৌলভীবাজারে গ্রেফতার অর্ধশত

Manual6 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
ডেভিল হান্ট অপারেশনে গত দুই দিনে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল৷ কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, একই ইউনিয়ন আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

Manual7 Ad Code

মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমের কাছে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code