প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়া যাওয়া হলোনা সিলেটের যুবক সোহাগের

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়া যাওয়া হলোনা সিলেটের যুবক সোহাগের

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন ছিলো সিলেটের যুবক সোহাগের। নিচ্ছিলেন আইএলটিএস এর প্রস্তুতি। সামনে পরীক্ষাও ছিলো। কিন্তু ঘাতক ট্রাক তার সব স্বপ্ন কেড়ে নিলো। মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

নিহত যুবকের নাম তাহমিদুর সোহাগ। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের পুত্র। ৩ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই থাকেন যুক্তরাজ্যে, ছোট বোন সিলেটে। সোহাগের স্বপ্ন ছিলো অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাবে। ২০২৪ সালে এইএচএসসি পাস করে এখন তিনি আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০ আগস্ট তার পরীক্ষা ছিলো।

নিহতের প্রতিবেশি ও সম্পর্কে চাচা মো. নুরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের গ্যাস ফিল্ডের পাশে উমনপুর টার্নিংয়ে এক বন্ধুর সাথে মোটরসাইকেল করে আসছিলেন সোহাগ। এসময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা ২ জনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সোহাগকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ‍বুধবার (২০ আগস্ট) ভোরে তিনি মারা যান।

Manual5 Ad Code

তার সাথে থাকা তার বন্ধ সাফি হাত ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনায় সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code