প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট বিমানবন্দর সড়কে ‘বুঙ্গার চিনি’র চালানসহ আটক ৩

editor
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ণ
সিলেট বিমানবন্দর সড়কে ‘বুঙ্গার চিনি’র চালানসহ আটক ৩

Manual6 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেট বিমানবন্দর সড়ক থেকে ভারতীয় ‘বুঙ্গার চিনি’ বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে আম্বরখানা-বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে থেকে ভারতীয় চিনির এই চালানটি জব্দ করে এয়ারপোর্ট থানাপুলিশ। এসময় তিনজনকে আটকও করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিলেট ক্যাডেট কলেজের সামনে সিলেট নগরমুখী একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকের ভেতর থেকে ১০৯ বস্তা (৫২৩২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code