প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বুধবার বিয়ানীবাজারে আসছেন জামায়াতের আমীর

editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ
বুধবার বিয়ানীবাজারে আসছেন জামায়াতের আমীর

Manual5 Ad Code

জনসভাস্থল পরিদর্শন করছেন বিয়ানীবাজার জামায়াতের নেতৃবৃন্দ-আগামী প্রজন্ম

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আগামী ২৩ জুলাই বুধবার জনশক্তি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

Manual7 Ad Code

সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। এছাড়া দলীয় নেতাকর্মীদে মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা গেছে, আগামী ২৩ জুলাই বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার ঈদ জনশক্তি ও সুধী সমাবেশে শহরতলীর ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Manual2 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code