সংবাদ বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পিএইচজি স্কুল মাঠে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা দক্ষিণ জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সদা জাগ্রত ও তৎপর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একমাত্র ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে জমিয়ত সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে। জমিয়ত অতীতেও দেশের পক্ষে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ খান, হাফিজ আব্দুল্লাহ, শাহ আলম, মুস্তফা আহমদ শাহীনসহ যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
র্যালি ও পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান।
Sharing is caring!