প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী মুহিব পাচ্ছেন প্রবাসী সম্মাননা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসী মুহিব পাচ্ছেন প্রবাসী সম্মাননা

Manual8 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

প্রবাসের মাটিতে মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ‘ Expatriate Honor Award 2025.” ( প্রবাসী সম্মাননা পদক ২০২৫) নির্বাচিত হয়েছেন মানবিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিব ।

সম্প্রতি সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁকে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual6 Ad Code

আগামী ২৩ ডিসেম্বর সকালে সিলেট শাহী ইদগাহস্থ শিল্পকলা এডাকেমির হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাঁর হাতে এই পদক তুলে দিবেন প্রশাসনের শীর্ষ কর্তারা।

মুহিবুর রহমান মুহিব এমন একজন ব্যক্তি যিনি তাঁর শৈশবকাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার মানবিক কর্মকাণ্ড দেশে বিদেশে প্রশংসার দাবী রেখেই যাচ্ছে। তিনি বর্তমানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সিনিয়ির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইতোপূর্বে বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতিসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত থেকে নিজেকে এলাকার মানবতার কল্যাণে বিলিয়ে দিচ্ছেন।

Manual3 Ad Code

মুহিবুর রহমান মুহিব তার দায়িত্ব পালনকালে বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যানারে বিয়ানীবাজারের গৃহহীনদের মধ্যে গৃহদান, কর্মহীন মানুষের মধ্যে কর্মস্ংস্থানের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেন।

Manual1 Ad Code

স্থানীয় ও সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় তিনি নিয়মিত দান করে যাচ্ছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code