প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে সামলাতে হবে যেসব চ্যালেঞ্জ

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ণ
নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে সামলাতে হবে যেসব চ্যালেঞ্জ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি-জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়ক এবং তরুণদের দলটি ভবিষ্যত বাংলাদেশে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে চায়।

Manual3 Ad Code

যদিও আগামী নির্বাচন, রাষ্ট্র ও সংবিধান নিয়ে তাদের আদর্শের সঙ্গে বিএনপির মতো দলের মতপার্থক্য প্রথম থেকেই দেখা যাচ্ছে। ভবিষ্যতে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ হতে পারে একটা বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে নাগরিক পার্টির চলার পথ যে কঠিন সেটি অনেকের কাছেই স্পষ্ট।

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারি নীতি নির্ধারণে অভ্যুত্থানকারী ছাত্রদের প্রভাব আছে, তাদের মতামতের বিশেষ গুরুত্ব আছে। গত ছয় মাসে নাগরিক পার্টির নেতৃত্বে থাকা তরুণদের প্রতি পুলিশ-প্রশাসনের সুনজর থাকার বিষয়টিও অনেকটা স্পষ্ট।

Manual1 Ad Code

বিদ্যমান সরকারি সমর্থন না থাকলে দলটির চেহারা কী দাঁড়াবে সেটি দেখার বিষয় হবে বলে রাজনীতিবিদরা বলছেন।

বাস্তবতা হলো–জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। সারাদেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে এখনো।

Manual5 Ad Code

স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন তাদের সামনে পথ চ্যালেঞ্জের হবে।

তার ভাষ্য, এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না এবং সরকারি একটা প্রচণ্ড সমর্থন এখন পর্যন্ত আছে। ড. ইউনূসের কারণে হোক বা এতবড় অভ্যুত্থানের বিজয়ের ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন এটা থাকবে না তখন এটা দেখবার বিষয়।

তিনি বলছেন, মানুষের বিরাট আবেগ আছে ছাত্রদেরকে নিয়ে যেহেতু তারা শেখ হাসিনার এইরকম একটা নৃশংস স্বৈরাচারকে পরাজিত করতে পেরেছে। কিন্তু পরবর্তীতে তাদের কার্যকলাপগুলো এবং যে ন্যারেটিভগুলো এনেছে, এগুলো মানুষ বোঝেনি ভালো করে। এই যেমন প্রক্লেমেশন এনেছিল, এটা তো এখন মাটিচাপা পড়ে গেছে।

মাহমুদুর রহমান মান্না বলছেন, আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি। আমরা চাই যে তারা দাঁড়াক। আমি ব্যক্তিগতভাবে তাদের সমালোচক নই। কিন্তু অনেকগুলো বছরের রাজনীতি করেছি, আমার একটা ধারণা থেকে বলছি যে এরকম করে হবে না।

Manual4 Ad Code

তিনি বলছেন, আমরা যখন জাসদ করি তখন আমাদের শক্তি এদের চেয়ে বেশি ছিল। ইউভার্সিটি, বড় কলেজ সব জায়গায় আমাদের সংসদ ছিল, আমরা জিতেছি। স্বাধীনতার পরপরই জাসদ হয়েছিল একদম ছাত্রদের দল। আমি তখন ওই দল করি। তখন মানুষের মধ্যে যে রকম সাড়া দেখেছিলাম এখন কিন্তু সেটা দেখছি না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন, নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই। কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে সেটি সুখকর নয়। দে আর পার্ট অব দ্য গর্ভমেন্ট। সরকারের ছত্রছায়ায় দলটা হয়েছে। একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না। বাকিরা তো এই দলের সঙ্গে সম্পৃক্ত। তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায়, মানুষতো এত বোকা না।

তিনি বলছেন, দলে যোগ দেয় নাই, অ্যাডভাইজার রয়ে গেছে রিজাইন করতে হবে সেইজন্য। সরকারের সুবিধাভোগী এবং দলে যোগ না দিলেও তাদের দুর্বলতাটা ওই দিকেই থাকবে। সুতরাং সরকারের যে সমর্থন আছে এটাতো সবাই বলছে। এবং সরকারের সমর্থনপুষ্ট এইটা দল।

ইকবাল হাসান মাহমুদের কথায় মানুষের কাছে বার্তা গেছে যে সরকারে থেকেই এই দলটা করা হচ্ছে, এটা যদি কিংস পার্টিতে রূপান্তর হয় তাহলে মানুষের মধ্যে সন্দেহ থাকবে যে এই সরকার নির্বাচন পরিচালনা করলে কতখানি লেভেল প্লেইং ফিল্ড থাকবে।

এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নূর বলেন, গত ছয় মাসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেকের মধ্যে সুবিধাবাদি একটা প্রবণতা গড়ে উঠেছে এবং সুবিধা নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকারে না থাকলে এ দল দাঁড়াবে না এটা শতভাগ লিখে দেওয়া যায়।

তিনি বলছেন, এটা নেতৃবৃন্দ যদি সে চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে তাদের উচিত পদত্যাগ করে সেটা দেখানো যে পদত্যাগ করে সরকারের বাইরে থেকে আরেকটা দল গড়তে পারে।

তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব এবং বাংলাদেশে রাজনীতি সচেতন তরুণদের নতুন দল নিয়ে আশাবাদ আছে অনেকের। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে একটা জনচাহিদায় পরিণত হয়েছে।

তিনি বলছেন, যে ধরনের সমালোচনা হচ্ছে সেটা থেকে আমরা শিখতেছি, সমালোচনগুলো নিতেছি, আমরা সেগুলো শোধরানোর চেষ্টা করতেছি। আমি মনে করি মানুষ সেগুলো ইতিবাচক হিসেবে দেখতেছে।

নাহিদ বলছেন, ছাত্রদের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ছাত্রদেরকে অনেক পরিকল্পিতভাবে অনেক নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

তার ভাষ্য, আপনি দেখবেন যে, এখন আমাদের দলে যে নারীরা যুক্ত হয়েছে সামনের সারিতে তাদেরকে লক্ষ্য করে অনেক অপপ্রচার চালানো হচ্ছে, বুলিং করা হচ্ছে যাতে আমাদের সঙ্গে নারীরা যুক্ত না হয়। এই ধরনের অনেকে বিষয় আছে। কিন্তু আমি মনে করি, আমাদের জনসমর্থনটা আছে এবং আমাদের কাজের মধ্য দিয়ে নিজেদেরকেই সেটা প্রমাণ করতে হবে তাহলেই মানুষের সেই সমর্থনটা ধরে রাখতে পারবো।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code