প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ণ
একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয়। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে।’

বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১’এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই।’

Manual7 Ad Code

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘পুরানো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পাঁয়তারা চলছে।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code