প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ণ
রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual8 Ad Code

রোববার (০৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। আসামিরা পলাতক থাকায় একইসঙ্গে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে মুজাহিদ হাসান ফাহিম বাদী হয়ে রাসেল ও শামীমার বিরুদ্ধে আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ইভ্যালী বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে।

তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এর পর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। তাই এ মামলাটি করেন ভুক্তভোগী।

Manual5 Ad Code

উল্লেখ্য, একাধিক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও শামীমাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিন পেয়ে পলাতক হন তারা।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code