প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ.লীগকে রাজনীতি করতে দেওয়া প্রসঙ্গে বিএনপির ব্যাখ্যা

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ণ
আ.লীগকে রাজনীতি করতে দেওয়া প্রসঙ্গে বিএনপির ব্যাখ্যা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি- এমন অভিযোগে মঙ্গলবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা। এনিয়ে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন।

Manual5 Ad Code

তবে বিএনপি দেশের মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে এমন অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই অভিযোগ সঠিক নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি।
এই কথাটি সঠিক না।”

তিনি বলেন, “আমরা বলেছি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই।”

Manual7 Ad Code

বুধবার (২০ নভেম্বর) ফেনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন – বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে।

Manual5 Ad Code

প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই, হাসিনাসহ, সকলকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।
তিনি আরো বলেন, “জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন, কাকে দিবেন না।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code