প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৩:৩০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এর আগে বিকেলে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

 

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, জাতীয় স্ট্যাবিলিটির জন্য সবার মধ্যে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। এছাড়া তিনি সবাইকে শান্ত হতে বলেছেন।

Manual6 Ad Code

 

রয়টার্সে ভুল নিউজ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬ জন সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। ২১ জনকে পুলিশের কাজে বাধা ও সংঘর্ষ লিপ্ত হয়েছিল বলে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য, যারা ককটেলসহ হামলার ঘটনা ঘটিয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উপদেষ্টাদের মধ্যে আদিদুল রহমান খান, হাসান আরিফ ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code