প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার আইসিসির বিশ্বকাপ সেরা একাদশেও জ্যোতি

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ণ
এবার আইসিসির বিশ্বকাপ সেরা একাদশেও জ্যোতি

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার আগেই আসরের সেরা একাদশের নাম ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে একাদশে এশিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টুর্নামেন্টসেরা একাদশেও জায়গা পেলেন তিনি।

Manual2 Ad Code

টুর্নামেন্টে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও উজ্জ্বল ছিলেন জ্যোতি। ৪ ম্যাচে ৩৪ গড়ে রান তোলার পাশাপাশি উইকেটে পেছনেও ছিলেন অনবদ্য। গ্লাভস হাতে একটি ক্যাচ নিয়েছেন, করেছেন ছয়টি স্টাম্পিং।

আর এমন পারফরম্যান্সের সুবাদে আসরের সেরা একাদশে সুযোগ পেয়ে গেলেন জ্যোতি।

Manual1 Ad Code

আইসিসি ঘোষিত বিশ্বকাপ সেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকা দল থেকে। শিরোপাজয়ী নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার। দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকেও। এ ছাড়া বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।

Manual7 Ad Code

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ খেলোয়াড় : ইডেন কার্সন (নিউজিল্যান্ড)।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code