প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বার্সা-বায়ার্ন মহারণের রাতে মাঠে নামছে লিভারপুল ও সিটি

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ণ
বার্সা-বায়ার্ন মহারণের রাতে মাঠে নামছে লিভারপুল ও সিটি

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চলতি মৌসুমে ঠিক এই সময়ে দুই ক্লাবের অবস্থান অনেকটা একই বিন্দুতে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে লা লিগার শীর্ষে এখন বার্সেলোনা। অভিন্ন স্বপ্নে জার্মানির বুন্দেসলিগায় সবার ওপরের নামটি বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগেও দুই দল বর্তমানে একই মেরুতে।

Manual2 Ad Code

দুই ম্যাচ খেলে দুই দলই একটি করে জিতে হেরেছে অন্যটি। নিজেদের মাঠ অলিম্পিক লুই কম্পানিসে আজ রাতের মহারণে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের।

Manual3 Ad Code

বার্সা ও বায়ার্নের মুখোমুখি দ্বৈরথটা বড্ড একপেশে! এই দুই ক্লাবের লড়াই মানেই যেন বাভারিয়ানদের বিজয় উৎসব। আগে খেলা ১৫ ম্যাচে ১০ বারই জয়োৎসব করেছে জার্মান জায়ান্টরা।

Manual7 Ad Code

বিপরীতে কাতালানদের জয় মোটে দুটি। ঘরে-বাইরে বায়ার্নের বিপক্ষে এমনই বিবর্ণ ইতিহাস বার্সার। এর মধ্যে সর্বশেষ ছয় ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। যেখানে ২০২০ সালে নিজ মাঠে ২-৮ গোলের লজ্জাজনক হারের তিক্ততাও সঙ্গী কাতালানদের।

Manual4 Ad Code

বায়ার্নের তখন কোচ ছিলেন হ্যান্সি ফ্লিক। এই জার্মান আজ রাতে সেই বায়ার্নকে বশে আনার কৌশল নিয়ে মাঠে থাকবেন বার্সেলোনা ডাগ আউটে। বার্সা কোচ অবশ্য অতীত নিয়ে মোটেও বিচলিত নন, ‘অতীত বিবেচনায় আসে না, বর্তমানটাই মুখ্য।’ সাবেক ক্লাবের বিপক্ষে তাঁর বর্তমান দল অতীতের একপেশে গল্পটা অন্যভাবে লেখাতে না পারলে ৩৬ দলের নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে পরের রাউন্ডে ওঠার সমীকরণ আরেকটু কঠিন হয়ে যাবে বার্সেলোনার। হেরে গেলে একই কথা প্রযোজ্য বায়ার্নের জন্যও।

অন্য ম্যাচে রেড বুল অ্যারেনায় লিপজিগ স্বাগত জানাবে লিভারপুলকে। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচেই জেতা সাত দলের একটি লিভারপুল। সংখ্যাটা তিনে তিন করার লক্ষ্য নিয়ে আর্নেস স্লটের দল মুখোমুখি হচ্ছে কোনো পয়েন্ট অর্জন করতে না পারা লিপজিগের। ইত্তিহাদে ইংলিশ চ্যাম্পিয়ন আতিথ্য দেবে চেক প্রজাতন্ত্রের স্পার্তা প্রাগকে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবারই প্রথম মুখোমুখি হচ্ছে প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট অর্জন করা এই দুই ক্লাব। অ্যাতলেতিকো মাদ্রিদ নিজে মাঠে খেলবে ফ্রান্সের লিলের বিপক্ষে। ইএসপিএন

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code