প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ
হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল প্রথমবারের মতো অনুষ্ঠেয় হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতার আয়োজন করছে, যারা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্যও বটে।

Manual4 Ad Code

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

Manual8 Ad Code

এ বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। আটটি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত—এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি দেশ থেকে ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠানো হবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।

মোহাম্মদ মহসিন তার বিবৃতিতে বলেন, “বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। এটি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত এবং দেশের হুইলচেয়ার ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।”

তবে চ্যালেঞ্জও রয়েছে। মহসিন জানান, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত আমাদের কোনো স্পনসর বা আর্থিক সহায়তা নেই। তাই আমরা সরকারের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আহ্বান জানাই—এই উদ্যোগে পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি সফল করতে সহযোগিতা করুন।”

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code