প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এবারের আইপিএল আসর মাঝপথে এসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা ও হামলা, পাল্টা-হামলার কারণে স্থগিত হয়েছিল আইপিএল। তবে দুই দেশই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। উত্তেজনা প্রশমিত হওয়ায় আবার মাঠে গড়াচ্ছে আইপিএল। টুর্ন্মেন্টের খেলা আবার শুরু হবে ১৭ মে থেকে।

Manual8 Ad Code

এদিকে আইপিএল মাঝপথে এসে থমকে যাওয়ায় তা সুসংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য। আইপিএলের বাকি অংশের জন্য দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারকে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।

Manual4 Ad Code

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বুধবার দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual2 Ad Code

অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে তারা। দলটির হয়ে প্লে-অফে খেলারও সম্ভাবনা রয়েছে ফিজের।

Manual7 Ad Code

মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার রয়েছে সমান সাফল্য—বাংলাদেশের হয়ে ১০৬ ম্যাচে ১৩২ উইকেট শিকার করেছেন তিনি।

আইপিএল স্থগিত হওয়ার কারণে টুর্নামেন্টের সূচিও নতুন করে করা হয়েছে। ফলে এ টুর্নামেন্ট শেষ হবে দেরিতে। এ কারণে অনেক বিদেশ ক্রিকেটারই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে আর ভারতে ফিরতে পারবেন না। এমন পস্থিতিতে সাময়িক সময়ের জন্য দলে ক্রিকেটার নেওয়ার সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ কারণেই মৌসুমের শেষ পথে এসে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code