প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মিরাজ হচ্ছেন ওয়ানডের নতুন অধিনায়ক

editor
প্রকাশিত জুন ১২, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
মিরাজ হচ্ছেন ওয়ানডের নতুন অধিনায়ক

Manual3 Ad Code

স্পোর্টস রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির একজন শীর্ষ পরিচালক দৈনিক মানবজমিনকে এটি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

আজ সকালেই ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয় টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, ‘প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি সময় দেওয়া হয়, তাহলে অধিনায়কের পক্ষে সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট।’

Manual8 Ad Code

এর কয়েক ঘণ্টা পরই জানা গেলো ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডের অধিনায়কত্ব পাচ্ছেন মিরাজ। ওয়ানডের দায়িত্ব পেতে যাওয়া মিরাজ খেলেছেন ১০৫টি ম্যাচ। যার মধ্যে ব্যাট হাতে করেন এক হাজার ৬১৭ রান। যেখানে দুই সেঞ্চুরির পাশাপাশি আছে ছয়টি হাফসেঞ্চুরি। এ ছাড়া বল হাতে মিরাজ নিয়েছেন ১১০টি উইকেট।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code