প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিন সুপার ওভারের ম্যাচে ঐতিহাসিক জয় নেদারল্যান্ডসের

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ণ
তিন সুপার ওভারের ম্যাচে ঐতিহাসিক জয় নেদারল্যান্ডসের

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। সেখানেই জন্ম নিয়েছে নতুন এক ইতিহাস। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভারের ম্যাচ। যেখানে নেপালকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস।

Manual1 Ad Code

সোমবার (১৬ জুন) দ্বিতীয় ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বিক্রমজিৎ সিংয়ের ২৯ বলে ৩০ ও তেজা নিদামানুরুর ৩৭ বলে ৩৫ রানে ৭ উইকেটে ১৫২ রানে থেমেছে ডাচদের ইনিংস।

Manual7 Ad Code

সেই রান তাড়া করতে নামা নেপালের জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল। সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৪০ ওভার শেষে ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। দুটি ছক্কা ও একটি চার মারেন নেপালের কুশল ভুরতাল। রান তাড়া করতে নেমে ডাচ ওপেনার মাইকেল লেভিট নেপাল পেসার করন কেসির প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু পরের তিনটি বলে মাত্র ৩ রান দেন করন। এরপর শেষ দুই বলে ছক্কা ও চার মেরে প্রথম সুপার টাই করেন ম্যাক্স ও’দাউদ।

Manual7 Ad Code

দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১ উইকেটে ১৭ তুলে। তাড়া করতে নামা নেপালের হয়ে রোহিত পৌডেল প্রথম তিন বলেই ১১ রান তুলে ফেলেন। কিন্তু পরের দুটি বল ডট করেন ডাচ পেসার কাইল ক্লেইন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় সুপার ওভারও টাই হয়।

Manual4 Ad Code

তৃতীয় সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে নেপাল কোনো রানই করতে পারেনি! ডাচ স্পিনার জ্যাক-লায়ন ক্যাচেটের করা প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে অলআউট হয় নেপাল। নেদারল্যান্ডসের লেভিট এরপর ব্যাটিংয়ে নেমে সন্দ্বীপ লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় এনে দেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code