স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকা সফরের শুরুতে গল টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে ১৪৮ রানের পর ১২৫ রানের ইনিংস খেলেন এই তারকা।
এমন পারফরম্যান্সের পর শান্তকে নিয়ে আর সমালোচনা হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে সুমন বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’
ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় সামাজিক যোগাযোগের মাধ্যমে শান্তকে নিয়ে আগে অনেক সমালোচনা হয়েছে। জাতীয় দলের সাবেক নির্বাচক সুমন মনে করেন এই আলোচনাই শান্তকে চাপে ফেলে দিয়েছে।
তিনি বলেন, ‘আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে।’
সুমন আরও বলেন, ‘আমার মনে হয় এনামুল হক বিজয় দলে এসেছেন পারফর্ম করে। জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে খেলে না। বিজয় কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ ভালো রান করে। গত বছর ৭০০ রান করেছে। ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ। সবসময় খুলনার হয়ে সবার উপরে থাকতো। সুতরাং এইজন্যই হয়তো ওকে টেস্ট ম্যাচে বিবেচনা করা হয়েছে। কিন্তু একটা তো ব্যাপার আছে যে ওর টেস্ট ম্যাচে ঘরোয়ার ফর্মটা, টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। কিন্তু তাকে নেয়া যখন হয়েছে, আমার মনে হয় তাকে আরেকটি সুযোগ দেয়া উচিত।’
Sharing is caring!