প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ণ
আজ বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই

Manual6 Ad Code

স্পোর্টস রিপোর্টার :
প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে হারের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচের বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে। এর আগে টেস্ট ও ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে টি-টোয়েন্টি সিরিজে জয় না পেলে খালি হাতে ফিরতে হবে টাইগার বাহিনীকে।

Manual4 Ad Code

প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু এর পরই ছন্দ হারিয়েছিলেন লিটন, তাওহীদ হৃদয়রা। তাতে বড় পুঁজি পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আজ ব্যাটারদের কাঁধেই নির্ভর করবে সিরিজের ভবিষ্যৎ। বর্তমানে বাংলাদেশ দল ব্যাকফুটে- সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।

২০১৭ সালের পর এই প্রথম লঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এক মাসের এই সফরে পরিবারের সঙ্গেও থাকার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা, তাই মানসিক চাপ বা হোম সিকনেসের অজুহাতও নেই। কিন্তু তার পরও মাঠের পারফরম্যান্সে অনগ্রসরতা স্পষ্ট। ফরম্যাট বদলালেও বদলাচ্ছে না বাংলাদেশ দলের পারফরম্যান্সের মানচিত্র। টেস্ট, ওয়ানডে হারার পর এবার কি টি-টোয়েন্টি সিরিজটাও হাতছাড়া হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।

Manual3 Ad Code

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের চেয়েও উন্নত পারফরম্যান্স চাইছে তারা। ডাম্বুলার পিচ নিয়েও আশাবাদী চন্দনা, জানিয়েছেন, পাল্লেকেলের মতোই ভালো উইকেট আশা করছেন তারা। শ্রীলঙ্কা আত্মবিশ্বাসী, বাংলাদেশ চাপে—এমন সমীকরণ নিয়েই আজ মাঠে নামবে দুই দল। এদিকে মাঠের চাপ গিয়ে পড়েছে টাইগারদের ড্রেসিংরুমেও। সবকিছু কতটা স্বাভাবিক হবে, সেটি নির্ভর করছে লিটনদের ওপর।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code