প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার অধিনায়কত্ব পেলেন সাকিব

editor
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ
এবার অধিনায়কত্ব পেলেন সাকিব

Manual1 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

 

Manual3 Ad Code

দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন সাকিব। সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যাস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

Manual2 Ad Code

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

Manual6 Ad Code

তবে পরের তিন ম্যাচে বল হাতে গড়পড়তা পারফর্ম করেছেন সাকিব। তবে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। প্রথম ম্যাচের পর আর রানের দেখা পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code