প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চলতি মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হচ্ছে নতুন নিয়মে। সেই সঙ্গে ইউরোপা লিগেরও ঠাসা সূচি। ক্লাব ফুটবলের চাপে তাই ফুটবলারদেরও অতিরিক্ত ম্যাচ খেলতে হচ্ছে। ইতোমধ্যেই মারাত্মক চোটের কারণে বেশ কয়েকজন তারকা ফুটবলারের মৌসুম শেষ। চোটের কারণে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের স্কোয়াড।

Manual5 Ad Code

এবার চোট হানা দিয়েছে আর্জেন্টিনার স্কোয়াডেও। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এ দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্কালোনি।

Manual2 Ad Code

স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের দলে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে চোটে পড়েছেন এই তারকা ফুটবলার, ফলে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

Manual8 Ad Code

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই চোট পেয়েছেন মার্তিনেজ। ফলে জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার।

Manual4 Ad Code

এদিকে মার্তিনেজ না থাকায় তার বদলে দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। আর্জেন্টিনা হয়ে এখনো পর্যন্ত কেবল ৩ ম্যাচ খেলেছেন তিনি, তার মধ্যে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন কেবল একবার, সেটিও গত বছর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে।

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে, আগামী শুক্রবার ভোরে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে আগামী ২০ নভেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়মরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code