স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার বড় ক্রিকেট আসর ৫ম বিয়ানীবাজার উপজেলা ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৫ এর ০৬ নং ম্যাচে বিপক্ষ দলের পাঁচ উইকেট উড়িয়ে দিয়ে খেলায় নিজের সেরা অবস্থান করে নিয়েছেন বিয়ানীবাজার ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক তরিকুল ইসলাম।
সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরসভার এম.এ.জি ওসমানী স্টেডিয়ামে বিয়ানীবাজার ক্রিকেট একাডেমি বনাম ফতেহপুর ক্রিকেট একাদশের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে বল হাতে দূর্দান্ত পার্ফম্যান্স করেন বিয়ানীবাজার ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক তরিকুল ইসলাম।
বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামের বদরুল হকের ছেলে তারিকুল ইসলাম বিয়ানীবাজার সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী।
খেলায় প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করতে নেমে তরিকুল ইসলাম তার ডান হাতের জাদুতে বল করে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তরিকুল ইসলাম। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিজের উইকেট সংগ্রহের তালিকায় তুলে নেন তারিকুল।
বিয়ানীবাজারের ক্রিকেট প্রেমীদের এক আবেগের উন্মাদনা জমে উঠে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগকে ঘিরে। উপজেলা সকল বাছাই করা খেলওয়াড়দের নিয়ে প্রতিবছর মাঠে গড়ায় ক্রিকেট আসর লীগ পর্বে। বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজন করে তাকে এই ক্রিকেট লীগ আয়োজনটি।
বিয়ানীবাজার ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক তরিকুল ইসলাম বলেন, ক্রিকেট খেলায় আমি ছোটকাল থেকেই আমি বেশ পারদর্শী। এই খেলাটি আমার আবেগে মিশে একটি নেশায় পরিণত হয়েছে। পড়ালেখার পাশাপাশি খেলাকেই বেশ গুরুত্ব দিতাম। এখন আমি বিয়ানীবাজারের একটি বিয়ানীবাজার ক্রিকেট একাডেমির নেতৃত্ব দিচ্ছি।
তিনি বলেন, আমি সিলেটের বিভাগীয় ক্রিকেট লীগে খেলার স্বপ্ন দেখি। একদিন সিলেটের বিভাগীয় ১ম/২য় লীগ গুলোতে খেলবো।
Sharing is caring!