প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিনি-রদ্রি নাকি মেসি, কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার?

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ
ভিনি-রদ্রি নাকি মেসি, কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার?

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
কয়েক সপ্তাহ আগে ‘দ্য বেস্ট’ অ্যাওয়াডের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আজ কাতারের দোহায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে বিশ্বফুটবলের সর্বোচ্চ প্রশাসন।

বর্ষসেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার। সর্বোচ্চ ৪বার এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এ বছর সেরার লড়াইয়ে মেসির উপস্থিতি ছিল বিস্ময়কর। এ নিয়ে ভালোই বিতর্ক হয়েছে। অথচ স্বপ্নের একটা মৌসুম পার করা ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের জায়গা হয়নি। এ বছর ব্যালন ডি’অর জিতেছেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। যদিও অনেকেই ধরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনির হাতে উঠবে সেরার মুকুট। কিন্তু পুরস্কার ঘোষণার দিন উল্টে যায় পাশার দান। এবার ভিনি ফিফার বর্ষসেরা হতে পারেন কিনা সেটিই দেখার।

মেসির সাথে তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, দানি কার্ভাহাল, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে, বেয়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিন ইয়ামাল। মেয়েদের তালিকায় স্থান পাওয়া বার্সেলোনার সাতজনের অন্যরা হলেন- ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (নরওয়ে), কিয়েরা ওয়ালশ (ইংল্যান্ড), লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড), মারিওনা ক্যালডেন্টি (স্পেন), ওনা বাটলে (স্পেন), সালমা প্যারালুয়েলো (স্পেন)।

Manual1 Ad Code

বারবারা বান্দা (জাম্বিয়া), সাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, ম্যানচেস্টার সিটির খাদিজা শ (জ্যামাইকা), লরেন হেম্প (ইংল্যান্ড), লিন্ডসে হোরান (মার্কিন যুক্তরাষ্ট্র) অলিম্পিক লায়নেস, ম্যালরি সোয়ানসন (মার্কিন যুক্তরাষ্ট্র) শিকাগো রেড স্টারস, নাওমি গিরমা (মার্কিন যুক্তরাষ্ট্র) সান দিয়েগো ওয়েভ, সোফিয়া স্মিথ (মার্কিন যুক্তরাষ্ট্র) পোর্টল্যান্ড থর্নস, তাবিথা চাউইঙ্গা (মালাউই) প্যারিস সেন্ট জার্মেইন/অলিম্পিক লায়নেস এবং ট্রিনিটি রডম্যান (মার্কিন যুক্তরাষ্ট্র) ওয়াশিংটন স্পিরিট।

Manual7 Ad Code

ছেলেদের বর্ষসেরা কোচের তালিকায় স্থান পেয়েছেন পাঁচজন। আছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী পেপ গার্দিওলাসহ ইউরোজয়ী স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি এবং বেয়ার লেভারকুসেনের জাভি আলোনসো।

Manual8 Ad Code

মেয়েদের তালিকায় এ সংখ্যার পরিমাণ বেশি, আটজন। আছেন ব্রাজিলের কোচ আর্থার ইলিয়াস, ইংল্যান্ডের এমা হায়েস, ম্যানচেস্টার সিটির গ্যারেথ টেইলর, বার্সেলোনার জোনাটান গিরাল্ডেজ। বাকিরা হলেন- এলেনা সাদিকু (সুইডেন) সেল্টিক, ফুতোশি ইকেদা (জাপান) জাপান, স্যান্ডরিন সাউবেরান্ড (ফ্রান্স) প্যারিস এফসি এবং সোনিয়া বোম্পাস্টার (ফ্রান্স) অলিম্পিক লায়নেস/চেলসি।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code