প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাসকিনের ৭ উইকেটের পরও রাজশাহীকে চ্যালেঞ্জিং টার্গেট ঢাকার

editor
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
তাসকিনের ৭ উইকেটের পরও রাজশাহীকে চ্যালেঞ্জিং টার্গেট ঢাকার

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে দুর্বার রাজশাহীকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলীয় সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন শাহাদাত হোসেন। অন্যদিকে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তাসকিন। এই পেসার ১৯ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট।

Manual2 Ad Code

এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় ঢাকা। রানের খাতা খুলতে পারেননি তারকা ব্যাটার লিটন দাস। আরেক ওপেনার তানজিদ তামিম ফেরেন ৯ রান করে। দু’জনই তাসকিনের শিকার। ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও ঢাকাকে টেনে তুলেন শাহাদাত ও স্টিফেন ইসকিনাজি। এই দুই ব্যাটারের লড়াইয়ে ফেরে ঢাকা।

Manual7 Ad Code

ইসকিনাজি ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরলে ৯৩ রানে তৃতীয় উইকেট হারায় ঢাকা। এরপর ৪১ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন আরেক ব্যাটার শাহাদাত। তবে দলকে লক্ষ্যে রাখেন বাকিরা।

অধিনায়ক থিসারা পেরেরারা ৯ বলে ২১ ও শুভাম রানজানের ১৩ বলে ২৪ রানের পর শেষদিকে আলাউদ্দিন বাবুর ১৩ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৭৪ রানে থামে ঢাকার ইনিংস। এমন দিনে একাই ৭ উইকেট শিকার করেছেন দুর্বার রাজশাহীর বোলার তাসকিন আহমেদ।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code