প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না : আকাশ চোপড়া

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না : আকাশ চোপড়া

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন টাইগার এই ক্রিকেটার। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন সাকিব। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে নিয়েই এবার বড় মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

সম্প্রতি ঘোষিত আইসিসির বর্ষসেরা দলে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। এদিকে, বর্ষসেরা দলে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও বাংলাদেশের কারও জায়গা হয়নি। সেদিকে ইঙ্গিত করেই আকাশ চোপড়ার মন্তব্য সাকিবকে ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না।

Manual3 Ad Code

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না।

আরও যোগ করেন, ‘একাদশে কেউ নেই। আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে নেই, দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে- তাদের শুধু পতনই হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

Manual6 Ad Code

আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব। এর আগে তাকে ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা) বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Manual5 Ad Code

প্রসঙ্গত, জাতীয় দলে সাকিব অধ্যায় কার্যত শেষ। দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও বোলিং নিষেধাজ্ঞা ও ফর্ম বিবেচনায় স্কোয়াডে জায়গা মেলেনি। রাজনৈতিক কারণে তোপের মুখে থাকায় দেশে ফেরাটাও অনিশ্চিত হয়ে গেছে সাকিবের।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code