প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় ৩ বখাটে গ্রেফতার

editor
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় ৩ বখাটে গ্রেফতার

Manual1 Ad Code

তাহিরপুর সংবাদদাতা:
তাহিরপুরে দুই মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭), একই গ্রামের আলমঙ্গীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীর আলমের ছেলে তৌসিফ মিয়া (২২)।

Manual1 Ad Code

রোববার রাতে বালিজুড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় উত্যক্তকারী তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বালিজুরী হাজী এলাহিবক্স উচ্চ বিদ্যালয়, বালিজুরী এইচ এ উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা।

জানা যায়, গত সোমবার বিকেলে বালিজুরী এইচ এ উলুম সিনিয়র মাদ্রসার দুই ছাত্রী মাদ্রাসা ছুটি শেষে বালিজুরী বাজার খেয়াঘাট দিয়ে রক্তি নদী পার হয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। সে সময় ওই ৩ যুবক তাদের উত্যক্ত করতে থাকে। ছাত্রীদের চাচা নজরুল ইসলাম বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

বালিজুরি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিন বিষয়টি নিশ্চত করে বলেন, এরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করছিল। বিষয়টি তাদের অভিভাবকদের জানালেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।

Manual4 Ad Code

তাহিরপুর থানা ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসার ছাত্রীর চাচা সাজিদ মিয়া তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি মামলা করেছেন। এ মামলায় তিন বখাটে যুবককে রাতে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code