প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচি খুন

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচি খুন

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় আপন ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে পুলিশ।

Manual2 Ad Code

দোরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, নিয়ামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর বখাটে ছেলে জসীম উদ্দিন (২৬) তাঁর আপন চাচা ফিরিজ আলীর স্ত্রী রুকশানা বেগমের সাথে প্রায়সই অশালীন আচরন করে আসছিলো। চাচিকে উত্যক্ত করার অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে একাধিকবার সালিশ হয়েছে বলে জানা যায়।

Manual6 Ad Code

শুক্রবার রাত ৯ টার দিকে রুকশানা বেগম বারান্দায় বের হলে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন জসীম উদ্দিন। এমন আচরনের প্রতিবাদ জানালে বখাটে ভাতিজা জসিম উদ্দিন ঘরে থেকে বটি দা এনে চাচি রুকশানা বেগমের মাথায় ও শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘাতক জসীম পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেলে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসানা বেগম।

খবর শুনে ঘটনাস্থল যায় দোয়ারাবাজার থানা পুলিশ। ঘাতক ভাতিজা জসীম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েন ওসি জাহিদুল হক।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code