প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহিরপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা : আটক ৬

editor
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ণ
তাহিরপুর সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা : আটক ৬

Manual4 Ad Code

তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় এক নারীসহ ছয় বাংলাদেশীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্তবর্তী লামাঘাটা এলাকা থেকে তাদের আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

Manual6 Ad Code

বিজিবি সূত্রে জাা যায়, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা এলাকা দিয়ে আটককৃতদের বাংলাদেশে প্রবেশ করার সময় আটক করে।

Manual4 Ad Code

তারা কাজের উদ্দেশ্যে প্রায় চার থেকে পাঁচ মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহারে অবস্থান নিয়েছিলেন। সেখানে সঠিক মজুরি না পাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), এবং একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code