প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

editor
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক প‌রিবহণ শ্রমিক ঐক্য প‌রিষদ। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতারা।

Manual5 Ad Code

জানা গেছে, রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয় হেলপার দেলোয়ারের। ওই সময় তাকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাস। এর জেরেই তারা কর্মবিরতির ডাক দিয়েছে।

এদিকে, রোববার রাত থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট বা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও পরিবহণ শ্রমিকদের পিকেটিংয়ের মুখে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহণ শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে উপায় না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে অনিশ্চিত সময় পার করছেন।

জেলার মধ্যনগর উপজেলা থেকে আসা সেরুজ্জামান বলেন, আমারা সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। যাবো সিলেট শাহজালালের মাজারে। বাসস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট। এখন বড় মুশকিলে রয়েছি।

Manual6 Ad Code

আব্দুস সবুর নামের আরেক যাত্রী বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকা রয়েছি। কোনো কিছু হলেই বিনা নোটিশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর আমরা সাধারণ মানুষ পড়ি ভোগান্তিতে।’

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে। এতে শ্রমিকদের দাবি উপেক্ষিত হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code