প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্তে ৪৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
সীমান্তে ৪৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকা থেকে ৪৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

Manual5 Ad Code

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, পাথর কোয়ারি, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ, সংগ্রাম ও শ্রীপুর বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভরতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই পশু ও মালামালের মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭ শ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code