প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিছানা–গাড়ি বানিয়ে আলোচনায় নওয়াব শেখ

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ণ
বিছানা–গাড়ি বানিয়ে আলোচনায় নওয়াব শেখ

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা, এক ব্যক্তি বিছানায় রাখা কোলবালিশে বাঁ হাত রেখে আরাম করে বসে আছেন। ডান হাত দিয়ে একটি স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেখানেই দেখা যায় এই চিত্র।
অদ্ভুত দেখতে এই ‘বিছানা–গাড়ি’ তৈরি করেছেন ভারতীয় তরুণ নওয়াব শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সড়কে নিজের অদ্ভুত এই গাড়ি নিয়ে বের হয়েছিলেন নওয়াব। তার গাড়ির কারণে সেদিন সেই সড়কে রীতিমতো যানজট লেগে গিয়েছিল।

Manual5 Ad Code

নওয়াবের সেই বিছানা–গাড়ির ওপর ম্যাট্রেস পাতা। তার ওপর উজ্জ্বল রঙের চাদর, বালিশ। বিছানার পায়ের দিকের অংশে আবার দুটি সাইড মিরর লাগানো।
ইনস্টাগ্রামে নওয়াবের বিছানা–গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।
অন্য গাড়ির মতো নওয়াবের গাড়িতেও চারটি চাকা ও ব্রেক আছে। আছে একটি স্টিয়ারিং। ভিডিওতে একপর্যায়ে তাকে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে বলিউডের নায়ক শাহরুখ খানের মতো করে পোজ দিতে দেখা যায়। তারপর বসে আবার তিনি তার অদ্ভুত গাড়িটি চালাতে শুরু করেন।
ওই ভিডিওর নিচে মন্তব্যের ঘর নানা মন্তব্যে ভরে ওঠে। একজন লেখেন, ভারত নতুনদের জন্য নয়।
আরেকজন লেখেন, রোলস–রয়েস থেকে ৬৯টি মিসড কল এসেছে।
অন্য আরেকজন লেখেন, এমনটা কেবল ভারতেই দেখা যায়।
সড়কে এমন একটি গাড়ি চালানোর অনুমতি নওয়াবের আছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে গাড়িটি তৈরি করেছেন নওয়াব। এ জন্য তার ব্যয় হয়েছে দুই লাখ রুপি।

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নওয়াবের গাড়ির প্রশংসা করলেও পুলিশ গাড়িটি আটকে দিয়েছে। এমনকি সেটি খুলেও ফেলা হয়েছে। কারণ, গাড়িটির কারণে মুর্শিদাবাদের রানীনগর-দমকল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code