প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে হারানো ফোন উদ্ধার করে দিচ্ছে পুলিশ

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে হারানো ফোন উদ্ধার করে দিচ্ছে পুলিশ

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিচ্ছে থানা পুলিশ। গত ৩ সপ্তাহে হারানো ৪টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন।

Manual5 Ad Code

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় এসে সাধারণ ডায়রী করেন ভূক্তভোগীরা। এরপর প্রযুক্তির সহায়তায় আমরা সেগুলো উদ্ধার করে দেই। তবে অনেক ক্ষেত্রে ফোন উদ্ধারে সময় লেগে যায়। তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর কাছে এখন আধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা সেসব প্রযুক্তির ব্যবহার করছি। আমাদের উপর আস্থা রাখতে হবে।

Manual5 Ad Code

সূত্র জানায়, বিয়ানীবাজার থানা পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে।

হারানো ফোনের গ্রাহকরা বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেছে। তারা বিয়ানীবাজার থানা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code