প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে পানু পালের মৃত্যু রহস্য উদঘাটনে ছেলের সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
জকিগঞ্জে পানু পালের মৃত্যু রহস্য উদঘাটনে ছেলের সংবাদ সম্মেলন

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পিতার মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শংকর পাল নামের এক ব্যক্তি। বুধবার রাত ৯টার দিকে জকিগঞ্জ প্রেসক্লাবে মানিকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত পানু পালের ছেলে উদয় শংকর পাল এ সংবাদ সম্মেলন করেন।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে উদয় শংকর পাল তার পিতার মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, গত ২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তার পিতা পানু পালের ঝুলন্ত লাশ চাচা মৃত শক্তিধর পালের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। তার পিতার মৃত্যুটি রহস্যজনক বলে তিনি মনে করেন।

Manual2 Ad Code

তিনি দাবি করেন, তার পিতা পানু পালের জায়গা জমি ও সহায় সম্পত্তি আত্মসাৎ করার ঘটনায় ক্ষোভে দুঃখে তিনি আত্মহত্যা করতে পারেন কিংবা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। পিতার ঝুলন্ত লাশ উদ্ধারের পর শার্টের পকেট থেকে এ সংক্রান্ত একটি চিরকুট লেখা পান বলেও তিনি দাবি করেন। পিতার মৃত্যুর কারণ সঠিকভাবে উদঘাটন করার জন্য তিনি সংশ্লিষ্টদের কাছে দাবী জানান।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, পানু পালের ঝুলন্ত লাশ পরিবার সদস্যরা উদ্ধার করেছে এমন একটা সংবাদ পুলিশের কাছে আসে। তখন পুলিশ মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনা জানার চেষ্টা করে কিন্তু পরিবার থেকে বিষয়টি প্রথমে পুলিশের কাছে স্বীকার করা হয়নি। পরে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিবার সদস্যরা ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত পানু পালের বিছানার নিচ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code