প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে উত্তেজনা

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
সিলেট সীমান্তে উত্তেজনা

Manual8 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তের নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্যক্রম পণ্ড হয়ে গেছে স্থানীয়দের বিক্ষোভের মুখে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কার্য সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল।

Manual3 Ad Code

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন এরঅধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী জায়গাটি ভারত পেয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।

Manual7 Ad Code

এর এক পর্যায়ে, আজ সকাল এগারোটার দিকে বিএসএফ ও বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।

Manual5 Ad Code

এসময়, সীমান্তবর্তী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল।
পরে বিজিবির উত্তেজিত লোকজনকে শান্ত করে। সীমান্ত থেকে সরে যায় বিএসএফ ও জরিপকারী দলের সদস্যরা।

তিনি আরও জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code