প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল রজবের

editor
প্রকাশিত মে ১২, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল রজবের

গোয়াইঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে পানির নিচে পাথরে আটকা পড়ে প্রাণ হারাণ এক ব্যক্তি। সোমবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পিয়াইন নদীতে এই ঘটনা ঘটে। নিহতব্যক্তি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রহমত উল্লাহের ছেলে রজব আলী (৪০)।

জানা যায়, গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে সোমবার (১২ মে) ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রজব আলী। পাথর উত্তোলন করতে নৌকা থেকে বারবার পানিতে ডুব দিচ্ছিলেন। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তিনি আর উপরে উঠেন নি। দীর্ঘক্ষন উপরে না উঠার কারণে সাথে থাকা লোকজন খোঁজাখুজি করে থাকে না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- জাফলংয়ে সোমবার ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে রজব আলীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছেন। উপর মহলের নির্দেশনা পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sharing is caring!