প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

editor
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকালে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত অভাব নয় সীমাহীন লোভী দুর্নীতির মূল কারণ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ এবং মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ। প্রতিযোগিতায় উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় তুলি সেরা বক্তা নির্বাচিত হয়।

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি সমাজের সর্বস্তরে বিদ্যমান। দায়িত্বে অবহেলাও এক ধরনের দুর্নীতি। এটি প্রতিরোধে প্রয়োজন আন্তরিক সততা ও দেশপ্রেম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতির বহু রূপ রয়েছে। ভবিষ্যতে তা বোঝার জন্য সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।’

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য নির্মাল্য মিত্র সুমন ও মো. মাহফুজুর রহমান। এছাড়া কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমীন, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রধান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code