প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হেরে লিটন বললেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতির কথা

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ণ
হেরে লিটন বললেন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতির কথা

Manual3 Ad Code

আগামী প্রজন্ম ডিজিটাল ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরে অধিনায়কদের পুরনো সুরেই কথা বললেন লিটন দাস। তিনি জানান, আমাদের ব্যাটিং, বোলিং ফিল্ডিং কোনটাই ভাল হয়নি। এ তিন বিভাগে আমাদের উন্নতি করতে হবে।

লাহোরে পাকিস্তানের বিপক্ষে বুধবার প্রথম ম্যাচে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করতে পারে ১৬৪ রানে। অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮ রানের ইনিংস খেলে বিদায় নেওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। ১০০ থেকে ১৫০ পর্যন্ত যেতে উইকেট খুইয়েছে মোট ৬টি।

Manual3 Ad Code

৩৭ রানের হারে স্বাভাবিকভাবেই হতাশ টাইগার অধিনায়ক লিটন। তবে আশা রাখছেন ঘুরে দাঁড়ানোর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, ২ ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’

Manual4 Ad Code

এরপরেই তিনি বলেন ৩ বিভাগেই উন্নতির কথা, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ চেজ করার মত ছিল এই মাঠে। অনেক দ্রুত গতির মাঠ। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

Manual7 Ad Code

মাঝে দ্রুত উইকেট হারালে ভরসার প্রতীক হয়ে ওঠেন জাকের আলী। তবে তিনি বুধবার নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। এ ব্যাপারে লিটন বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়। মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code